স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ এলেই দোয়ায় বসতে হচ্ছে পাকিস্তানের সমর্থকদের। দশ বছর থেকে শুধু দোয়াই করে যাচ্ছেন। এবার আরো একবার বিশ্বকাপে সুপার এইটে উঠার জন্য সমর্থকদের দোয়ায় বসতে বলছেন সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার।
যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তানের সুপার এইট নিয়ে শঙ্কা জেগেছে। বাড়ি ফেরার পথ অনেকটাই নিশ্চিত। দলটিকে সুপার এইটে খেলতে হলে ভারতের কাছে তো বটেই, আয়ারল্যান্ডের কাছেও যুক্তরাষ্ট্রকে হারতে হবে। সেই প্রার্থনাই কেবল পাকিস্তানের সমর্থকদের। স্বাগতিকরা যেনো নিজেদের বাকী দুই ম্যাচ হারে।
সমর্থকদের তাই আরো একবার দলের জন্য দোয়া বসতে বলেছেন তিনি। সঙ্গে জানিয়ে দিয়েছেন, দশ বছর থেকে কেবল দোয়াই করে যাচ্ছেন তারা। কানাডার বিপক্ষে পাকিস্তানের জয়ের পর শোয়েব বলেন, ‘পাকিস্তান ম্যাচটা জিতল। এই স্কোরটাই ওদের গত পরশু করতে হতো (ভারতের বিপক্ষে)। এর বেশি কিছুই করতে হতো না, এই ব্যাটিংটা করলেই চলত। বাবরের এই ব্যাটিংটা করতে হতো এবং রিজওয়ানকেও ৫০ বলে ৫০ রান করলে চলত। এটুকুই প্রয়োজন ছিল। ইউনিস খান যেমনটা বলেন, “এটা দক্ষতার ব্যাপার নয়, পরিস্থিতি বুঝতে পারার ব্যাপার”, সেদিন পারেনি, আজ পেরেছে।’
সুপার এইটে যাওয়ার জন্য সমর্থকদের কাছে দোয়া চেয়ে শোয়েব বলেন, ‘পাকিস্তান এখনো টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি। যুক্তরাষ্ট্রকে এখন ভারত থেকে হারতে হবে এবং আয়ারল্যান্ড থেকেও হারতে হবে। পুরোনো সেই দোয়ার কাজটাই এখন আবার শুরু হয়ে গেল। আল্লাহ তুমি আয়ারল্যান্ডকে হারিয়ে দাও, তমুককে হারিয়ে দাও (এমনই করে আসছি)। ১০ বছর ধরে আমরা দোয়াই করে যাচ্ছি। আল্লাহ চাইলে পাকিস্তান সুপার এইটে পৌঁছে যাবে। সেখানে আমাদের অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে হবে। আশা হারাবেন না।’
তিনি বলেন, ‘আমরা এখনো টুর্নামেন্টে আছি। পাকিস্তান সব বিশ্বকাপে এমনটাই করে, আশা হারিয়ে আবার ঘুরে দাঁড়ায়। আপনারা আশা হারাবেন না। দোয়া করেন, ভারত যেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় ব্যবধানে জেতে। এই ম্যাচে আমরা ভারতকে সমর্থন দেব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post