স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল ভারত। দলে ডাক পেয়েছেন জয়দেব উনাদকাট। ২০১৩ সালের পর প্রথমবার ভারতের ৫০ ওভারের দলে ডাক পেলেন বাঁহাতি এই পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া উনাদকাট ভারতের হয়ে খেলেছেন ৭ ম্যাচ।
ফিরেছেন রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল ও শ্রেয়াস আইয়ার। তবে সবশেষ নিউজিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন শাহবাজ আহমেদ ও রজদ পাতিদার। চোট কাটিয়ে ফেরা হয়নি জাসপ্রিত বুমরাহর। লম্বা সময় ধরে চোটের কারণে দলের বাইরে রয়েছেন তিনি। এই সিরিজেও ফেরানো হয় নি ডানহাতি এই পেসারের। তাঁর জায়গায় পেস বিভাগকে সামলাবেন মোহাম্মদ শামি-উমরান মালিকরা।
গত জুলাইয়ে সবশেষ ওয়ানডে খেলা জাদেজা এতোদিন ছিলেন দলের বাইরে। হাঁটুর অস্ত্রোপচারের পর টেস্টে ফিরে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন এই অলরাউন্ডার। অজিদের বিপক্ষে প্রথম দুই টেস্টে ১৭ উইকেট নেওয়া এই বাঁহাতি এবার ফিরলেন ওয়ানডেতেও।
ভারতের ওয়ানডে দল: রোহিম শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ইশান কিষাণ, হার্ডিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উসমান মালিক, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post