১০ ভেন্যুতে হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ!

0
72

স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে। সেই বিশ্বকাপ শুরু ও শেষের সম্ভাব্য তারিখ জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। একইসাথে টুর্নামেন্টে কতটি ভেন্যুতে খেলা হবে, সেটিও জানিয়েছে এই ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট।

সব ঠিক থাকলে আগামী ২০২৪ সালের ৪ জুন শুরু হতে পারে বিশ্বকাপ। আর ৩০ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামতে পারে এই টুর্নামেন্টের। ধরা হচ্ছে সব মিলিয়ে ১০টি ভেন্যুতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

চলতি সপ্তাহেই আইসিসির পরিদর্শক দল যুক্তরাষ্ট্রে গিয়ে কিছু ভেন্যু পরিদর্শন করে আসবে। পরিদর্শকদের রিপোর্টের ওপর ভিত্তি করে দেশটির ভেন্যু নিয়ে কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাতে পারে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সব মিলিয়ে ২০টি দল অংশ নিবে। সরাসরি ১২টি দল নিশ্চিত হয়েছে আগেই। বাছাই থেকে বাকি ৮টি দল নির্ধারিত হওয়ার কথা। এর আগে বৃহস্পতিবার ইউরোপিয়ান অঞ্চলের বাছাই উতরে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। শুক্রবার পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে পাপুয়া নিউ গিনি।

সব মিলিয়ে ১৫টি দল চূড়ান্ত হয়ে গেছে। বাকি রয়েছে আরও ৫টি দল। এর মধ্যে এশিয়া অঞ্চলের বাছাই থেকে ২টি, আফ্রিকা অঞ্চলের বাছাই থেকে ২টি ও আমেরিকা অঞ্চলের বাছাই থেকে ১টি দল জায়গা পাবে মূল পর্বে। সবগুলো দল নিশ্চিত হয়ে যাবে চলতি বছরের ডিসেম্বরের মাঝেই।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here