১০ মাস পরিশ্রম করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি- জাভি

0
48

স্পোর্টস ডেস্কঃ অবশেষে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করল বার্সেলোনা। ২০২১ সালে বার্সার দায়িত্ব নিয়েই দলকে বদলে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জাভি হার্নান্দেজ। তার হাত ধরেই তিন মৌসুম পর শিরোপার মুখ দেখলো কাতালান ক্লাবটি। সেটিও আবার চার ম্যাচ হাতে রেখেই। ৩৪ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৮৫। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ লা লিগায় এটি বার্সেলোনার ২৭তম শিরোপা। আগের ২৬ শিরোপার ১০টিই জিতেছে একবিংশ শতাব্দীতে। যার অবিচ্ছেদ্য অংশ ছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির উপস্থিতিতে। চলতি মৌসুমে জাভির অধীনে এটি দ্বিতীয় শিরোপা বার্সার। এর আগে গত জানুয়ারিতে রিয়াল মাদ্রিদকে ফাইনালে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয় করে দলটি।

লা লিগা জেতার অনুভূতি দারুণ কোচ জাভির কাছে। লিগে দাপট ধরে রেখে খেলেছে তাঁর দল। ৩৪ ম্যাচের মাত্র তিনটিতে হেরেছে কাতালানরা। দারুণ এই পথচলায় বিশেষভাবে উল্লেখযোগ্য দলটির রক্ষণভাগের দৃঢ়তা; আসরের সবচেয়ে কম মাত্র ১৩টি গোল হজম করেছে স্পেনের অন্যতম সফল ক্লাবটি। গতরাতে শিরোপা জেতা জাভি বলেন, ‘দুর্দান্ত অনুভূতি। দারুণ কাজ করেছি আমরা। এটা শুরু হয়েছিল গত জুলাইয়ে। ১০ মাস পরিশ্রম করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি। ক্লাব আর সমর্থকদের এটা প্রাপ্য।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here