স্পোর্টস ডেস্ক:: ৮২ ডলার থেকে শুরু টিকিটে মূল্য। সর্বোচ্চ দামি টিকিট ৬৭৫ ডলার। তবুও মাত্র ১০ মিনিটেই শেষ হলো এশিয়া সফরে আসা আর্জেন্টিনার ম্যাচের টিকিট। বিশ্ব চ্যাম্পিয়ন দলটি দু’টি প্রীতি ম্যাচ খেলতে এশিয়া সফরে আসছে।
চীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামি ১৫ জুন খেলবে প্রথম প্রীতি ম্যাচ। বেইজিং ওয়ার্কার্স স্টেডিয়ামে মুখোমখুি হবে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। চীনের বেইজিংয়ের এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৬৮ হাজার। স্থানীয় আয়োজকেরা অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে দুই দফায় টিকিট বিক্রি করা হবে। প্রথম দফায় টিকিটি বিক্রির সময় ছিলো গতকাল। স্থানীয় সময় দুপুর ১টা থেকে টিকিট বিক্রি কার্যক্রম শুরুর মাত্র ১০ মিনিটেই বরাদ্ধকৃত সব টিকিট বিক্রি হয়ে গেছে। অনলাইনে অনেক দর্শকই টিকিট বঞ্চিত হয়েছেন।
আগামি বৃহস্পতিবার দ্বিতীয় দফা টিকিট বিক্রি করা হবে। সর্বনিম্ন ৮২ ডলার খরচ করে টিকিট কিনতে পারছেন দর্শকেরা। সর্বোচ্চ দামি টিকিট কিনতে তাদের খরচ করতে হবে ৬৭৫ ডলার। টিকিটের অতিরিক্ত দাম বলা হলেও টিকিট ছাড়া মাত্রই তা কিনে নিচ্ছেন সমর্থকেরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর আগামি ১৯ জুন দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জাকার্তায় সেই ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া। বিশ্বকাপের পর এই প্রথম এশিয়া সফরে আসছে বিশ্বজয়ী দলটি। এই সফরের দলে থাকবেন অধিনায়ক লিওনেল মেসিও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post