১০ মিনিটেই শেষ মেসির ম্যাচের টিকিট, দাম ৯ হাজার ডলার!

0
133

স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসি ইন্টার মায়ামির ঘরের মাঠে খেলছেন। এবার প্রতিপক্ষের মাঠে নামার পালা। প্রথমবারের মতো প্রতিপক্ষের মাঠে নামবেন তিনি, আর সেই ম্যাচের টিকিট শেষ হয়েছে মাত্র ১০ মিনিটের মধ্যেই।

আগামিকাল রোববার শেষ ষেলোর ম্যাচে মেসি মাঠে নামবেন এফসি ডালাসের বিপক্ষে। ডালাসের মাঠে অনুষ্টিত হতে যাওয়া ম্যাচটির টিকিট বিক্রির মাত্র ১০ মিনিটের মধ্যেই ফুরিয়ে গেছে।

আমেরিকার সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছেমায়ামি-ডালাস ম্যাচের সব টিকিট দশ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। আর যেসব টিকিট পুনরায় বিক্রি করা যাবে, সেসব টিকিটের দাম উঠেছে ৯ হাজার ডলার!

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে মেজর লিগের তার ম্যাচের টিকিটের দাম বাড়তে থাকে। সমর্থকেরা ভিন্ন ভিন্ন উপায়ে মেসির ম্যাচের টিকিট সংগ্রহ করতে থাকেন। তাতে করে হাজারগুণ বেশি দাম উঠে যায় টিকিটের।

দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এই ম্যাচের টিকিট ছাড়া হয়েছিল। কিছুক্ষণ পরই জানানো হয় সব টিকিট বিক্রি হয়ে গেছে। পুনরায় বিক্রি করা যায় এমন টিকিট সংগ্রহের অনুরোধ করা হয় এফসি ডালাসের টুইটে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি ক্লাবটির ইতিহাসে কখনো এত দ্রুত সব টিকিট বিক্রি হয়নি। সবচেয়ে সস্তা আসনের টিকিট বিক্রি হয়েছে ২৯৯ ডলার করে। আর অনলাইনে পুনরায় বিক্রি করা যায় এমন টিকিট বিক্রি হয়েছে প্রতিটি ৯ হাজার ডলারে। বিশ্ব জয়ী তারকাকে এক নজর দেখতেই এমন বিলাস বহুল দামে টিকিট কিনছেন সমর্থকেরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here