স্পোর্টস ডেস্ক:: নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট বিশ্ব ‘রেকর্ড’ গড়লেন। সাদা পোশাকে বাইশ গজের ১১তম ব্যাটার হিসেবে বিশ্বের সর্বোচ্চ রানের মালিক এখন তিনি। লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরনকে পেছনে ফেলে তিনি এই ‘রেকর্ড’ গড়েছেন।
নিউজিল্যান্ডের শেষ ব্যাটার হিসেবে মাঠে নামেন বোল্ট। ১১তম ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের মালিক তিনি। ৭৯ ইনিংসে ১১ নম্বরে ব্যাট করতে নেমে তিনি এখন পর্যন্ত ৬৪০ রান করেছেন। তার আগে এই ‘রেকর্ড’ ছিলো লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরনের।
শেষ হওয়া ট্রেন্ট ব্রিজ টেস্টের দুই ইনিংসেই ১১ নম্বর ব্যাটার হিসেবে ব্যাট করেছেন বোল্ট। প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৬ রান করে ছিলেন। দ্বিতীয় ইনিংসে করেন ১৭ রান। ১১ নম্বর ব্যাটার হিসেবে এখন তার নামের পাশে ৬৪০ রান। সর্বোচ্চ রানের ইনিংস ৫২ রানের। সেটিও বাংলাদেশের বিপক্ষে।
অবসরের আগ পর্যন্ত মুত্তিয়া মুরালিধরন ১১ নম্বরে ব্যাট করতেন। ৯৮ ইনিংসে তিনি করে ছিলেন ৬২৩ রান। ৭৯ ইনিংসেই তাঁকে ছাড়িয়ে গেলেন ট্রেন্ট বোল্ট। ট্রেন্ট ব্রিজ টেস্টে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ইংলিশরা। প্রথম টেস্টেও ইংল্যান্ড জিতেছিলো ৫ উইকেটে।
ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড আগে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ৫৫৩ রান তুলে। জবাবে ইংল্যান্ড ৫৩৯ রান তুলে নিজেদের প্রথম ইনিংসে। এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ২৮৪ রানে অলআউট হয়। ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯৯ রান।
জয়ের জন্য খেলতে নামা ইংল্যান্ডকে খুব একটা কষ্ট করতে হয়নি। জনি বেয়ারস্টোর বিধ্বংসী সেঞ্চুরি আর বেন স্টোকসের হাফ সেঞ্চুরিতে পঞ্চম দিনে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে দলটি। শতরানের আগেই চার উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ইংল্যান্ড। ব্যাট হাতে তখন জ্বলে উঠেন বেয়ারস্টোর। তার বিধ্বংসী সেঞ্চুরিতে শেষ দিনে এসে দারুণ এক জয় তুলে নেয় দলটি।
৯২ বলে ১৩৬ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন বেয়ারস্টো। ১৪ চার ও ৭ ছয়ে সাজানো ছিলো তার ইনিংসটি। বেন স্টোকস অপরাজিত থাকেন ৭৫ রান। ৭০ বলের ইনিংসে তিনি ১০টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন। এছাড়াও ৪৪ রান করেন ওপেনার অ্যালেক্স লিস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০