স্পোর্টস ডেস্কঃ উড়তে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে দাঁড়াতেই পারল না ঢাকা ক্যাপিটালস। মঙ্গলবার সিলেটে আগে ব্যাট করতে নেমে মাত্র ১১১ রানে অলআউট হয়েছে ঢাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় অভিনেতা শাকিব খানের মালাকানাধীন ফ্রাঞ্চাইজিটি। যদিও শুরুতে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন ঢাকার দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও ইংলিশ তারকা জেসন রয়।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জেসন রয়ের সঙ্গে শুরু থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলেন হাবিবুর রহমান সোহান। ১২ বলে ১৪ রান করে ফিরেন তিনি। তাকে বোল্ড করেন আকিফ জাভেদ। ২৮ রানে প্রথম উইকেট হারায় ঢাকা। সপ্তম ওভারে বল হাতে নিয়ে দলকে উইকেট এনে দেন ইফতিখার আহমেদ। তানজিদ হাসান তামিম করেন ১৬ বলে ২০ রান। ইংলিশ ওপেনার রয় ফেরার আগে ১২ বলে ১৮ রান করেন।
একাদশে ফেরা সাব্বির রহমানও আজকের ম্যাচে হয়েছেন ব্যর্থ। এবারের বিপিএলে প্রথমবারের মতো ব্যাট করতে নেমে স্রেফ ২ রানে ফেরেন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ঢাকা। নাহিদ রানার দারুণ বোলিংয়ে দ্রুতই সব উইকেট শেষ হয়ে যায় তাদের। ৪ ওভারে ২১ রান দিয়ে রংপুরের হয়ে ৩ উইকেট নেন রানা। ৩.৩ ওভারে ১৩ রান খরচায় দুটি উইকেট পান আকিফ। সমান উইকেট পান খুশদিল শাহও। একটি করে উইকেট নেন মাহেদী, ইফতেখার ও কামরুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০