স্পোর্টস ডেস্ক: শুক্রবার সকালেই ইংল্যান্ডের বিপক্ষে টস করেতে মাঠে নেমে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে অর্ধশতকের মাইল ফলক স্পর্শ করলেন টাইগারদের সাদা পোশাকের অধিনায়ক মুশফিকুর রহিম।
ছোট্ট ক্যারিয়ারে মুশফিক শুক্রবার সাদা পোশাকে ৫০তম ম্যাচ খেলতে মাঠে নেমেছেন।
মুশফিকের আগে বাংলাদেশের হয়ে পঞ্চাশ কিংবা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার ছিল মাত্র দুইজন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬১টি টেস্ট খেলেছেন মোহাম্মদ আশরাফুল। হাবিবুল বাশার সুমন খেলেছেন ৫০ ম্যাচ।
মাইলফলকের টেস্টে হাবিবুল-আশরাফুল অধিনায়ক ছিলেন না। তবে, মুশফিক ৫০তম টেস্টটি খেলছেন অধিনায়ক হিসেবে।
২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে টেস্ট অভিষেক হয় মুশফিকুর রহিমের। অভিষেকের পর মাত্র ৮টি টেস্টেই দলে থাকতে পারেননি তিনি। কিন্তু ১ থেকে সংখ্যাটি ৫০ হতে হতে মুশফিকুরের প্রায় ১১ বছর পার হয়ে যায়!
৪৯ টেস্টের ৯০ ইনিংসে ব্যাট করা মুশফিকের রান ২৭৩৭। গড় ৩২.৫৮। তিনটি শতকের সঙ্গে রয়েছে ১৫টি অর্ধশতক। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন মুশফিক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০