১১ বছর পর মিরপুরে খেলছে বাংলাদেশ নারী দল

0
91

নিজস্ব প্রতিবেদকঃ আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ নারী দল ও ভারত নারী দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। রোববার প্রথম টি-টোয়েন্টির টস পর্ব শেষ হয়েছে ইতোমধ্যে। এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করবে স্বাগতিক মেয়েরা। এতে করে ১১ বছর পর মিরপুরে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। সর্বশেষ এক যুগ আগে এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন টাইগ্রেসরা। সেই দীর্ঘ খরা এবার তাঁদের কাটছে হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানাদের বিপক্ষে।

ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ১৩টি টি২০ খেলেছে বাংলাদেশ নারী দল। এর মধ্যে তারা জয় পেয়েছে মাত্র ২টি ম্যাচে। সে দুটি ম্যাচই ছিল এশিয়া কাপের। ২০১৮ সালে কুয়ালালামপুরে গ্রুপ পর্ব ও ফাইনালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিলেন সালমা-রুমানারা। তাদের বিপক্ষে এখনও দ্বিপক্ষীয় কোনো সিরিজ জেতা হয়নি। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৫ ম্যাচে জয়শূন্য বাংলাদেশ।

এদিকে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে দুই ক্রিকেটারের। সিরিজের প্রথম ম্যাচে মিন্নু মণি ও অনুষা বারেড্ডির হাতে ক্যাপ তুলে দেন হরমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধনা। এদিকে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে সাথি রানির। মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ খেলে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন এই ব্যাটার। এবার হয়ে গেলো অভিষেক।

বাংলাদেশ নারী দল একাদশ: নিগার সুলতানা, সালমা খাতুন, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, রিতু মনি, ঝর্ণা আক্তার, মারুফা আক্তার, শোভনা মোস্তারি, সাথি রানি, সুলতানা খাতুন ও রাবেয়া খান।

ভারত নারী দল একাদশ: শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, জেমিমাহ রড্রিগস, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর, ইয়াস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রকার, আমনজ্যোত কৌর, বারেডি আনুশা ও মিন্নু মণি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here