স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রাখলো ইন্টার মিলান। নগর প্রতিদ্বন্দ্বীদের সেমিফাইনালের প্রথম লেগে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার লড়াইয়ে এগিয়ে থাকলো ইন্টার মিলান। এসি মিলান ১১ মিনিটের ঝড়ে সেমিফাইনালের প্রথম লেগে হেরে গেছে।
বুধবার রাতে সেমির প্রথম লেগে এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে দেয় ইন্টার মিলান। শুরুতেই পিছিয়ে পড়া এসি মিলান আর ম্যাচে ফিরতে পারেনি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে খেলই মাঠ ছাড়লো মিলান।
দুই দলের ফাইনালে যাওয়ার লড়ইয়ের ম্যাচটি ছিলো দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। দুই মিলানের লড়াইয়ে বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়ে ছিলো হেরে যাওয়া এসি মিলান। ম্যাচের ৫৭ শতাংশ সময় বল ছিলো তাদের পায়ে। পাসিং ফুটবলেও এগিয়ে ছিলো দলটি। তাদের ৪৭২ পাসের বিপরীতে ৩৫২ পাস ছিলো ইন্টার মিলানের।
ম্যাচের শুরুতেই ইডেন জেকোর গোলে লিড নেয় ইন্টার মিলান। অষ্টম মিনিটে ১-.০ গোলে এগিয়ে যাওয়া দ্রুতই ব্যবধান বাড়িয়ে নেয় আবারো। মিনিট তিনেক পর হেনরিখ মিখিতারিয়ান ব্যবধান বাড়ান। ২-০ গোলেই এগিয়ে যায় ইন্টার মিলান। প্রথমার্ধে পিছিয়ে পড়া এসি মিলান আর সমতায় ফিরতে পারেনি। পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় দলটিকে।
বিরতির পর এসি মিলান ম্যাচে ফেরার চেষ্টা করে। শুরুতেই লিড নেওয়া সিমোনে ইনজাগির দল রক্ষণে হয়ে উঠে আরো মনযোগী। যে রক্ষণে আর চিড় ধরাতে পারেনি এসি মিলান। শেষ পর্যন্ত তাই ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post