স্পোর্টস ডেস্কঃ জার্মান ফুটবলের নতুন রাজা বায়ার লেভারকুসেন। চলতি মৌসুমের সবকটি (২৯টি) লড়াইয়ে অপরাজিত থেকেই বসেছে সিংহাসনে। প্রথমবারের মতো পরেছে জার্মান বুন্দেসলিগার শ্রেষ্ঠত্বের মুুকুট। ট্রফির সুবাস নিয়েই রোববার নিজেদের মাঠে খেলতে নামে তারা। জিতলেই শিরোপা নিশ্চিত, এই সমীকরণে জেনে মাঠে নেমে ভার্ডার ব্রেমেনকে বিধ্বস্ত করে তারা ৫-০ গোলে। পাঁচ ম্যাচ বাকি থাকতে বায়ার্ন মিউনিখের সঙ্গে পয়েন্টের ব্যবধান হয়ে যায় ১৬। থমকে যায় লিগে বায়ার্ন মিউনিখের টানা ১১ বছরের শ্রেষ্ঠত্ব।
শিরোপা জয় নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বাস আর চাপা দিলেন না লেভারকুসেন কোচ জাবি আলোন্সো। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ক্লাবের জন্য এটি স্পেশাল এক মুহূর্ত। ১২০ বছর পর বুন্দেসলিগা জিততে পারা মানে অসাধারণ কিছু একটা। ছেলেরা পারফর্ম করছে, একতাবদ্ধ হয়ে শীর্ষ মানের দল গড়ে তুলেছে। ওদেরকে নিয়ে আমি গর্বিত। এখানে কাজ করতে পারাটা আমার জন্য সম্মানের। সবাই, দলের প্রতিটি বিভাগ একসঙ্গে কাজ করে লড়াই করেছে শিরোপার জন্য। অনেক বছরের কঠোর পরিশ্রমের ফসল এটি। ক্লাবের বড় সাফল্য উদযাপনের সময় এটি। প্রথম কোনো কিছু সবসময়ই সবার জন্য স্পেশাল। আমরা গর্ব নিয়ে বলতে পারি, বায়ার লেভারকুসেনের ইতিহাসের এমন একটি বড় দিনের অংশ ছিলাম। এই অনুভূতি অবিশ্বাস্য।’
২০১০-১১ মৌসুমে সবশেষ বুন্দেসলিগা জয়ের খুব কাছাকাছি এসেছিল লেভারকুসেন। কিন্তু বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান ঘোচাতে না পেরে দ্বিতীয় হয়েই থামতে হয় তাদের। এদিকে রোববার রাতের এই জয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো জার্মানির শীর্ষ লিগের ট্রফিতে চুমু আঁকল দলটি। প্রায় ১২০ বছরের পুরোনো ক্লাবটি জার্মানির শীর্ষ লিগে পাঁচবার হয়েছিল রানার্সআপ। গত ১১ আসরের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের আধিপত্য গুঁড়িয়ে অবসান হল তাদের দীর্ঘ প্রতীক্ষার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post