‘১২’ নম্বর জার্সিতে বার্সেলোনায় অভিষেক লেভানডফস্কির

0
21

স্পোর্টস ডেস্কঃ লাস ভেগাসে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারাল বার্সেলোনা। রোববার সকালের ম্যাচটিতে কাতালানদের জয় ১-০ গোলে। দলের জয়ে একমাত্র গোলটি করেছেন লিডস ইউনাইটেড থেকে বার্সায় আসা রাফিনহা।

পূর্ণশক্তির দল নিয়েই নেমেছিল বার্সেলোনা। ম্যাচের বিভিন্ন সময় ঘুরেফিরে স্কোয়াডের প্রায় সব খেলোয়াড়কেই খেলিয়েছেন দুই কোচ। তাও, রিয়াল মাদ্রিদ পিছিয়ে ছিল একটু। করিম বেনজেমা, দানি কারভাহালের মতো খেলোয়াড়েরা ছিলেন না যে! অন্যদিকে বার্সার একাদশে ছিলেন রবার্ত লেভানডফস্কি, রাফিনহা, আন্দ্রেয়া ক্রিস্টেনসেন ও ফ্র্যাঙ্ক কেসিয়ের মত তারকারা।

৬১ হাজার ২৯৯ দর্শকের সামনে ২৭ মিনিটে বার্সার আক্রমণের চাপ সামলাতে না পেরে ঝুঁকিপূর্ণ পাস দেন এদের মিলিতাও। কিন্তু বল দখলে নিয়ে মৌসুমের দ্বিতীয় গোল করেন রাফিনহা।

বার্সার জার্সি গায়ে আজই প্রথম অভিষেক হয়েছে লেভানডফস্কির। ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেললেন তিনি।আজ ১২ নম্বর জার্সি পরে অভিষেক হলো এই পোলিশ তারকার। এর আগে ইন্টার মিয়ামির বিপক্ষে ৬-০ গোলে জিতেছিল বার্সা। সেই ম্যাচে অবশ্য খেলেন নি লেভানডফস্কি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here