স্পোর্টস ডেস্ক:: তারকারা যাবেন, নতুন তারকারা আসবেন। সেটাই নিয়ম। রিয়াল মাদ্রিদ ছেড়েছেন করিম বেনজেমারা। নতুন তারকাদেরও দলে নিতে শুরু করেছে কার্লো আনচেলত্তির দল। প্রায় ১৩৩ মিলিয়ন ইউরোনে বরুশিয়া ডর্টমুন্ডের তারকা জুডে বেলিংহামকে দলে নিয়েছে মাদ্রিদরা।
গত এপ্রিলেই গুঞ্জন ছিলো বেলিংহাম রিয়ালে আসছেন। তবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো দেয়নি মাদ্রিদের ক্লাবটি। ইতালির গণমাধ্যম ব্যক্তিত্ব ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, বেলিংহামের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এই তারকাকে দল নিতে ১৩৩ মিলিয়নের মতো খরচ করতে হয়েছে মাদ্রিদকে।
ছয় বছরের জন্য বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে নাম লেখাচ্ছেন এই তারকা। ইংলিশ তারকার মাদ্রিদে আসা চূড়ান্ত। শীঘ্রই তিনি রিয়ালে আসবেন, হবে তার মেডিকেলও। ১০৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে দল বদল হচ্ছে তার। সঙ্গে বোনাস আরো ৩ মিলিয়ন ইউরো।
ইংল্যান্ডের এই তারকা কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেন। ২০২০ সালে বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দিয়ে নেতৃত্ব পান। ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়কের ‘রেকর্ড’ও গড়েন তিনি। ক্লাব ছাড়ার আগে ৪২ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন ৭ গোল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post