স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগার ২০২২-২৩ মৌসুম শুরু হবে আগামী ১৩ আগস্ট। চলবে আগামী বছরের ৪ জুন পর্যন্ত। বৃহস্পতিবার স্পেনের শীর্ষ লিগের ৯২তম আসরের সূচি ঠিক করেছে লা লিগা কর্তৃপক্ষ।
শিরোপা পুনরুদ্ধারের জন্য বার্সেলোনা যাত্রা শুরু করবে ঘরের মাঠে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে। যাদের বিপক্ষে সবশেষ মৌসুমে হার দেখেছিল কাতালানরা। অন্যদিকে রিয়াল মাদ্রিদের যাত্রা শুরু হবে আলমেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
মৌসুমের প্রথম ক্লাসিকো হবে রিয়াল মাদ্রিদের মাঠে। ১৫ কিংবা ১৬ অক্টোবর খেলা হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। লিগের শেষ রাউন্ডে সেল্টা ভিগোর মাঠে খেলবে বার্সোলোনা। রিয়াল ঘরের মাঠে খেলবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে।
এদিকে লা লিগার দ্বিতীয় এল ক্লাসিকো ১৮ কিংবা ১৯ মার্চ হবে বলে জানা গেছে। ম্যাচটি হবে বার্সার ঘরের মাঠে অলিম্পিক স্টেডিয়ামে। মূলত কাতালানদের মূল মাঠ এ সময় সংস্কার কাজে ব্যস্ত থাকবে। এজন্য নতুন হোম ভেন্যুতে খেলতে হবে বার্সাকে।