স্পোর্টস ডেস্ক:: এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির সঙ্গী হলো ম্যানচেস্টার ইউনাইটেড। রুদ্ধশ্বাস এক সেমিফাইনাল শেষে ব্রাইটনকে টাইব্রেকারে হারিয়েছে ম্যানইউ। নির্ধারিত সময়ে গোল শুন্য সমতায় শেষ হওয়া ম্যাচে গোল আসেনি অতিরিক্ত ৩০ মিনিটে।
টাইব্রেকারে গিয়ে গোল হলো ১৩টি। তাতে কপাল পুড়লো ব্রাইটনের। দুই দলের প্রথম তিন শটের সবগুলো দুই গোলরক্ষকের হাত ফাঁকি দিয়ে খুঁজে নেয় জাল। সপ্তম শটে গিয়ে সমাপ্ত হলো ম্যাচে। তাতে আফসোসে পুড়লেন ব্রাইটনের সলি মার্শ।
সপ্তম শট বারের উপর দিয়ে পাঠিয়ে দেন মার্শ। ইউনাইটেডের ভিক্তর লিন্ডেলফ মার্শের মতো ভুল করেননি। তার শট খুঁজে নেয় প্রতিপক্ষের জাল। তাতেই ৭-৬ ব্যবধানে জিতে এএফ কাপের ফাইনাল নিশ্চিত করে এরিক টেন হাগের দল।
আগামি ৩ জুন এএফ কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে দলটি। প্রথম সেমিফাইনালে রিয়াদ মাহরেজের হ্যাটট্রিকে ফাইনাল নিশ্চিত করে সিটি।
ব্রাইটন-ইউনাইটেডের ম্যাচটিতে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। দুই দল প্রথমার্ধের গোলের দেখা পায়নি। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের পুরোটা সময়েও ম্যাচ শেষ করতে পারেনি দু’দল। অতিরিক্ত ৩০ মিনিটেও আসেনি ফলাফল। টাইব্রেকারের প্রথম ছয় শটেও ভাগ্য নির্ধারণ হয়নি। সপ্তম শটে গিয়ে কপাল খুলে ম্যানইউর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post