১৩ জুলাই শুরু হবে এমএলসি, যুক্ত আইপিএলের ফ্র্যাঞ্চাইজি

0
225

স্পোর্টস ডেস্কঃ আমেরিকান ক্রিকেটে নতুন যুগের শুরু হতে যাচ্ছে। ছয় দলের অংশগ্রহণে এই গ্রীষ্মেই শুরু হচ্ছে মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে। সোমবার টেক্সাসের হাউস্টনে অবস্থিত নাসা জনসন স্পেস সেন্টারে হয়েছে টুর্নামেন্টটির প্রথম ড্রাফট।

সিপিএল, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টির পর এমএলসিতেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো দল নিয়েছে। লস অ্যাঞ্জেলস দল কিনেছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স কিনেছে নিউ ইয়র্কের ফ্র্যাঞ্চাইজি, টেক্সাসকে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এছাড়া আছে সিয়াটলের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে দিল্লি ক্যাপিটালসের মালিক। এর বাইরেও ওয়াশিংটন ডিসি ও সান ফ্রান্সিসকো নামের দল আছে।

প্রতিটি দলেই থাকছে বিদেশি তারকা ক্রিকেটারদের। এর মধ্যে ইতিমধ্যেই সিয়াটল অর্কাস ইতিমধ্যেই দলে ভিড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও অস্ট্রেলিয়ার মিচেল মার্শকে। আর ওয়াশিংটন ফ্রিডম দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দক্ষিণ আফ্রিকার অ্যানরিখ নরকিয়াকে। সান ফ্রান্সিসকো দলে নিয়ে অস্ট্রেলিয়ার দুই তারকা অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টোয়নিসকে।

সব ঠিক থাকলে আগামী ১৩ জুলাই পর্দা উঠবে মেজর লিগ ক্রিকেটের প্রথম আসরের। টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। ১৮ দিনব্যাপী ১৯ ম্যাচ হবে এই আসরে। ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে আগামী ৩০ জুলাই।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here