স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ ফুটবল। ক্রীড়া দুনিয়ার সবচেয়ে বড় আয়োজন। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ। ৩২ দলের বিশ্বকাপ লড়াই শুরু হচ্ছে ২০ নভেম্বর থেকে। মধ্যপ্রাচ্যের ধনী দেশ কাতার আয়োজক এবারের বিশ্বকাপের। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া আসরের একটি বিশ্বকাপ ফুটবল।
এবারের বিশ্বকাপ ফুটবলে পুরস্কারের পেছনে ফিফার খরচ হবে ১৪ কোটি ডলারের বেশি। চ্যাম্পিয়ন, রানার্সআপসহ অংশগ্রহণকারী প্রত্যেকটি দলই পাবে আর্থিক পুরস্কার। বিশ্বকাপে তাদের ফলাফলের উপর নির্ভর করছে বিশ্বকাপের পুরস্কারের প্রাইজ মানি।
বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৪ কোটি ২০ লাখ ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৪৩৩ কোটি ৬০ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ৩ কোটি ডলার। বিশ্ব সেরা হওয়ার লড়াইয়ে তৃতীয় হওয়া দলটি পুরস্কার হিসেবে পাবে ২ কোটি ৭০ লাখ ডলার। চতুর্থ হওয়া দলটি নেবে ২ কোটি ৫০ লাখ ডলার।
৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম হওয়া দলগুলো সবাই পাবে ১ কোটি ৭০ লাখ ডলার করে। নবম থেকে ১৬তম স্থানে জায়গা করে নেওয়া সবগুলো দল পাবে ১ কোটি ৩০ লাখ ডলার করে। রাউন্ড অব সিক্সটিনের বাইরে থাকা বাকী দলগুলো পাবে ৯০ লাখ ডলার করে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা পুরস্কার বাবদ খরচ করছে ১৪ কোটি ৪০ লাখ ডলার।
গত রাশিয়া বিশ্বকাপের থেকে এবার কাতার বিশ্বকাপে বেড়েছে প্রাইজমানির পরিমাণ। গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স পেয়ে ছিলো ৩ কোটি ৪ লাখ ডলার। এবার বেড়েছে ৬০ লাখ ডলার। কোনো ম্যাচ না জেতা দলটি অংশ গ্রহণ করেই পাবে ১২ লাখ ডলার করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০