স্পোর্টস ডেস্কঃ চলতি বছরের শেষ দিকে সিরিজ খেলতে উইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড দল। ৩ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি ম্যাচের সেই সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট উইন্ডিজ (সিডব্লিউআই)। যেখানে দীর্ঘ দিন পর ত্রিনিদাদে খেলতে নামবে ইংলিশরা।
আগামী ৩ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে উইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচটি। একই মাঠে ৬ ডিসেম্বর হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। আর ৯ ডিসেম্বর বার্বাডোসের কেনিংসটন ওভালে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
এরপর দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এরপর দল দুটি খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১২ ডিসেম্বর বার্বাডোসেই হবে প্রথম টি-টোয়েন্টি। তারপর গ্রেনাডাতে ১৪ ও ১৬ ডিসেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। আর সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি ১৯ ও ২১ ডিসেম্বর হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে।
এর আগে সবশেষ ২০০৯ সালে ত্রিনিদাদে খেলতে নেমেছিল ইংলিশরা। এবার ১৪ বছর পর জস বাটলার, মঈন আলীরা ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করতে যাবেন সেখানে। ভারতে ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার ১৪ দিন পরই শুরু হবে দুই দলের সিরিজটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা