স্পোর্টস ডেস্ক: অনন্য মাইল ফলকে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তিনি নেমে বল হাতে এই রেকর্ড করেন।
প্রথম বাংলাদেশী হিসেবে টেস্ট ক্রিকেটে ১৫০ উইকেট শিকার করলেন এই বাঁহাতি বোলার। ইংলিশ ব্যাটসম্যান জো রুটকে এল বি ডব্লিউয়ের ফাঁদে ফেলে এই মাইলফলকে পৌঁছে যান সাকিব। তবে সাকিবের এই মাইলফলক স্পর্শ করতে লেগেছে ৪৩টি টেস্ট।
সাকিবের দুই উইকেট আর মিরাজের এক উইকেট শিকারে ইংল্যান্ডের সংগ্রহ ১৭.২ ওভারে ৪৬ রান। সাকিব ঘুর্ণিতেই আজ বিপাকে পড়েছে ইংলিশরা। ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
লাঞ্চের ঠিক পূর্বে ইংলিশ ব্যাটসম্যান বেন ডাকেটকে শর্ট লেগে ক্যাঁচের ফাঁদে ফেলে আরও একটি উইকেট নিজের পকেটে ভরেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। বর্তমানে সাকিবের মোট উইকেট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫১।
আর দ্রুততম বোলার হিসেবে ১৫০ উইকেট শিকারের এই তালিকায় আছেন প্রোটিয়া পেসার সিডনি বার্নস ২৪ ম্যাচ, পাকিস্তানী পেসার ওয়াকার ইউনিস ২৭ ম্যাচ, ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথাম ২৯ ম্যাচ।
এখনও টেস্ট খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে প্রোটিয়া ফাস্ট বোলার ডেল স্টেইন, পাকিস্তানের সাইদ আজমল, ও ভারতের স্পিনার রবিচন্দ্র অশ্বিন এই তিন জনঈ সমানসংখ্যক ২৯ ম্যাচে খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০