১৫ কোটি টাকা লোকসান দিয়েই নতুন চুক্তি করলো বিসিবি

0
27

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের সবচেয়ে ধনাঢ্য বোর্ড। প্রায় সময়ই অন্যান্য ফেডারেশনকে আর্থিক সহযোগিতা দিয়ে আসছে বিসিবি। এবার সেই বিসিবি আরো ১৫ কোটি টাকা লোকসান দিয়ে চুক্তি করেছেন বিপিএলের নতুন সম্প্রচার কোম্পানীর কাছে।

চতুর্থবারের মতো অনুষ্ঠিত হওয়া বিপিএল এবার প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার করা হচ্ছে ভারতসহ ১২০টি দেশে।

বিপিএলের পরিধি ও সম্প্রচার বৃদ্ধির পাশাপাশি দিন দিন বাড়ছে এর বিপণন মূল্যও। প্রথম দিকে বিপিএল আসরগুলোতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দল পরিচালনার জন্য প্রায় পুরো টাকাই লোকসানে থাকতে হতো।

বিপিএল থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো প্রচুর মুনাফা বাগিয়ে নিতে সক্ষম হলেও বিপিএলের বিপণন মূল্যের সুবিধেটা নিতে পারেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে চ্যানেল নাইনের কাছ থেকে সম্প্রচার স্বত্ব চুক্তি ছিন্ন করার পর প্রায় ১৫ কোটি টাকা রাজস্ব হারিয়ে ফেলেছে বিসিবি। প্রথম দুই বছরের বিপিএল আসরের জন্য একটি বিজ্ঞাপনী সংস্থার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছিল চ্যানেল নাইন।

এরপর বিসিবি তাদের সাথে চার বছর অর্থাৎ ২০১৮ সাল পর্যন্ত চুক্তি করে। কিন্তু চ্যানেল নাইনের সঙ্গে শেষ পর্যন্ত মতের বনিবনা না হওয়ার কারণে দুই বছর আগেই চুক্তি ছিন্ন করে বিসিবি।

এবার চ্যানেল নাইনের পরিবর্তে বিসিবি আগামী তিন বছরের জন্য চুক্তি করেছে বিজ্ঞাপনী সংস্থা ইম্প্রেস মাত্রা কনসর্টিয়ামের সঙ্গে।

এরপর ইম্প্রেস মাত্রা সম্প্রচার স্বত্ব বিক্রি করে দেয় গাজী ও মাছরাঙা টেলিভিশনের কাছে। নতুন চুক্তিতে আরো বেশি রাজস্ব আয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি হয় নি। বরং আগের চুক্তির চেয়ে অনেক কমে ইম্প্রেস মাত্রার সাথে নতুন চুক্তি করেছে বিসিবি!

চুক্তি অনুযায়ী আগামী তিন বছরে ইম্প্রেস মাত্রা কনসর্টিয়াম কাছ থেকে ৮১ কোটি টাকা পাবে বিসিবি। সেক্ষেত্রে প্রতি বছর বিসিবি পাবে ২৭ কোটি টাকা। কিন্তু চ্যানেল নাইনের সঙ্গে চুক্তি থাকলে সামনের তিন বছরে বিসিবির আয় হতো প্রায় ৯৬ কোটি টাকা।

ইম্প্রেস মাত্রার সাথে ১৫ কোটি টাকা লোকসানে চুক্তি করাতে অনেকেই সমালোচনা করছেন। কিন্তুু ধনাঢ্য বিসিবির গাঁয়েই হয়তো লাগেনি তা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here