স্পোর্টস ডেস্কঃ চূড়ান্ত হলো ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সূচি। আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে এবারের মৌসুম। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরি নিশ্চিত করেছেন বিষয়টি।
এবারের আসর চলাকালীনই আয়ারল্যান্ডের সাথে দ্বীপাক্ষিক সিরিজ থাকবে বাংলাদেশে। যার ফলে তিন ভেন্যুতে খেলা হবে। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়াম ছাড়াও বিকেএসপিতে দুটি মাঠে খেলা হবে। যেহেতু জাতীয় দলের ব্যস্ততা থাকবে, তাই মিরপুরে খেলা বন্ধ থাকবে সেসময়। এসময় খেলা হবে নায়ারণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
মূলত আয়ারল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ হবে সিলেটে আর টি-টোয়েন্টি হবে চট্টগ্রামে। সেই সময় মিরপুরেই হবে খেলা। এরপর একমাত্র টেস্টটি হবে মিরপুরে। তখন ডিপিএল চলে যাবে ফতুল্লায়। প্রতিদিন তিনটি ম্যাচ হবে আগের মতো। বিকেএসপির দুই মাঠ ও স্টেডিয়ামে খেলা হবে। ৫০ ওভারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ হবে মিরপুরেই।
ঈদের ছুটির আগে লিগ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে। তবে ঈদের পর শুরু হবে সেরা ছয় দলের সুপার লিগ পর্ব। রোজার সময়কে মাথায় রেখেই প্রতিদিন ৯টা থেকে ম্যাচ শুরুর পরিকল্পনা সিসিডিএমের। মার্চের শুরুর দিকেই দলবদলের কাজটা সেরে ফেলতে চায় সিসিডিএম। অংশগ্রহণকারী ক্লাবগুলোর সাথে এই নিয়ে বৈঠকে বসেছিল আয়োজক সিসিডিএম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post