আমাদের নিজস্ব পদ্মা সেতু নিয়ে গর্ববোধ করছি- মুশফিকুর রহিম

0
5

স্পোর্টস ডেস্কঃ পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়ে গেল। তাতে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সাথে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটেছে। দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই যোগাযোগ প্রকল্প পদ্মা সেতু শনিবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে দেশের ইতিহাসের অন্যতম সেরা এই অর্জনের উদ্বোধনের দিন বাংলাদেশ ক্রিকেট দল অবস্থান করছে প্রায় ১৫০০০ কিলোমিটার দূরের উইন্ডিজে। এত দূরে থেকেই এই উৎসবে শামিল হয়েছেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা। কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করেছে বাংলাদেশ দল।

এদিকে হজের কারণে ক্যারিবিয়ান সফরে না যাওয়া মুশফিকুর রহিমও পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিশ্বের বিস্ময় পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে নিজের অনুভূতির কথা শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে লিখেছেন মুশফিক, ‘আমরা দীর্ঘদিন ধরে যা স্বপ্ন দেখছিলাম তা অবশেষে বাস্তবে পরিণত হয়েছে। আমাদের নিজস্ব পদ্মা সেতু নিয়ে গর্ববোধ করছি। মাশাল্লাহ।’

শনিবার বেলা ১১টা ৫৮ মিনিটে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে এ ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দশক আগে তিনিই দক্ষিণ জনপদের ২১ জেলার মানুষের এ স্বপ্নের সেতুর ভিত্তি স্থাপন করেছিলেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here