স্পোর্টস ডেস্কঃ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে উইন্ডিজ। ডোমিনিকায় নির্ধারিত সময়ে ম্যাচ মাঠে না গড়ানোয় ওভার কর্তন হয়েছে। আম্পায়াররা জানিয়েছেন প্রতি ইনিংস হবে ১৬ ওভারের।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের একাদশে রাখা হয়েছে ৩ স্পিনার ও ২ পেসার। শেষ সময়ে দলে যুক্ত হওয়া তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ সুযোগ পাননি। জায়গা মেলেনি মোসাদ্দেক হোসেনেরও। তবে এনামুল হক জায়গা পেলেন টি-টোয়েন্টি একাদশেও। এই সংস্করণে দেশের হয়ে সবশেষ তিনি খেলেছিলেন ২০১৫ সালে।
বাংলাদেশ দল একাদশঃ মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
উইন্ডিজ একাদশঃ কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, শামাহ ব্রুকস, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, ডেভন থমাস, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, ওবেড ম্যাককয় ও হেইডেন ওয়ালশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০