স্পোর্টস ডেস্কঃ তুরস্কের প্রতিরোধের সামনে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি গ্রুপ পর্বে চমক দেখানো অস্ট্রিয়া। এতে শেষ ষোলোতেই থামলো তাদের ইউরো যাত্রা। লাইপজিগের রেড বুল অ্যারেনায় রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে তুরস্ক। এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তার্কিশরা। দলটি সর্বশেষ ইউরোর শেষ আটে খেলেছিল ১৬ বছর আগে।
লাইপজিগ স্টেডিয়ামে ম্যাচের অর্ধ মিনিট পার না হতেই কর্নার পায় তুরস্ক। সেখান থেকে আর্দা গুলারের শট অস্ট্রিয়ার ডি-বক্সের ভেতর গিয়ে পড়লে নিজেদের বিপদমুক্ত করতে পারেননি ক্রিসটপ বৌমগার্টনার। গোললাইন থেকে গোলরক্ষক বল সরিয়ে দিলে সেটি পেয়ে দুর্দান্ত শটে গোল করেন তুরস্কের মেরিহ ডেমিরাল। এতে ৫৭ সেকেন্ডেই এগিয়ে যায় তুর্কি। ইউরোর নকআউট পর্বের ইতিহাসে এটিই এখন দ্রুততম গোল, সব মিলিয়ে দ্বিতীয় দ্রুততম। মাত্র ২৩ সেকেন্ডে গোল করে এবারের আসরেই দ্রুততম গোলের রেকর্ড গড়েছিলেন আলবেনিয়ার নেদিম বাইরামি।
এদিকে ইউরোর নকআউট পর্বে আগের দ্রুততম গোলের রেকর্ড ছিল পোল্যান্ড অধিনায়ক রবার্ট লেভানডফস্কির। ২০১৬ আসরের কোয়ার্টার ফাইনালে রোনালদোর পর্তুগালের বিপক্ষে ১ মিনিট ৪০ সেকেন্ডে গোল করেছিলেন লেভা। এদিকে অস্ট্রিয়া ম্যাচে বিরতির পর দেমিরাল ৫৯ মিনিটে গুলারের নেওয়া কর্নার থেকে জোরালো হেডে ব্যবধান ২–০ করেন। ৬৬ মিনিটে বদলি মাইকেল গ্রেগরিটশের গোলে ম্যাচে ফেরার আভাস দেয় অস্ট্রিয়া। তবে শেষ পর্যন্ত আর আরেকটি গোলের দেখা পায় নি তারা। ১৬ বছর পর ইউরোর কোয়ার্টারে জায়গা নিশ্চিত হয় তুর্কির। আগামী শনিবার রাতে বার্লিনে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post