স্পোর্টস ডেস্ক:: ব্রাজিল দলে নেই সেরা তারকা নেইমার। সুপার স্টারকে ছাড়াই ১৬ মাস পার করেছে ব্রাজিল। অবশেষে তারকা এই ফুটবলার দলে ফিরেছেন। নেইমারকে নিয়েই ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছেন।
মার্চের শেষ দিকে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দু’টি ম্যাচ আছে ব্রাজিলের। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দু’টির জন্য দল ঘোষণা করেছে দেশটি। প্রায় দেড় বছরের পর দলে ফিরেছেন নেইমার। এর আগে ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে ম্যাচ খেলে ছিলেন। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন।
দীর্ঘ পুর্নবাসন প্রক্রিয়া শেষে অবশেষে বিশ্বকাপ বাছাই দিয়ে ব্রাজিল দলে ফিরছেন নেইমার। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৮ রাউন্ডের মধ্যে এরই মধ্যে ১২ রাউন্ডের খেলা শেষ হয়েছে। নেইমারের দল ১০ দলের মধ্যে পঞ্চম স্থানে আছে। বিশ্বকাপে অংশ গ্রহণ করতে হয়ে পয়েন্ট টেবিলের অবস্থান ধরে রাখতে হবে ব্রাজিলকে।
এই মাসের শেষ দিকে ব্রাজিল খেলবে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে। দু’দলই পয়েন্ট টেবিলে নেইমারদের উপরে আছে। ২৫ পয়েন্ট নিয়ে মিসর দল আছে সবার শীর্ষে। কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে চারে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলে নেইমারই বড় সংযোজন।
ব্রাজিল স্কোয়াড:
গোলকিপার: আলিসন (লিভারপুল), বেন্তো (আল-নাসর), এদেরসন (ম্যানচেস্টার সিটি)
ডিফেন্ডার: ভেনডারসন (মোনাকো), ওয়েসলি, লিও ওরটিস, দানিলো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মাগালহাস (আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), মুরিলো (নটিংহাম), গিলের্মে অ্যারানা (আতলেতিকো মিনেইরো)।
মিডফিল্ডার: আন্দ্রে (উল্ভস), ব্রুনো গিমেরেস (নিউক্যাসল), গারসন (ফ্ল্যামেঙ্গো), জোয়েলিংতন (নিউক্যাসল)
ফরোয়ার্ড: নেইমার (সান্তোস) এসতোভো (পালমেইরা), জোয়াও পেদ্রো (ব্রাইটন), রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), স্যাভিনিও (ম্যানচেস্টার সিটি), ম্যাথিউস কুনহা (উল্ভস)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০