স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যানসিটি টপকে শীর্ষে উঠেছে আর্সেনাল। চেলসিকে ১৬ মিনিটের ঝড়ে উড়িয়ে দিয়ে টেবিলের শীর্ষ উঠলো। ম্যাচের ১৮ থেকে ৩৪ মিনিটে রীতিমতো ঝড় বয়ে যায় চেলসির উপর দিয়ে। তাতেই ৩-১ গোলের বড় জয় আর্সেনালের।
চার ম্যাচ পর জয়ে ফেরা আর্সেনাল শিরোপার দৌড়ে ভালো মতোই প্রতিদ্বন্দ্বীতা দিচ্ছে ম্যানচেস্টার সিটির সাথে। ৩৪ ম্যাচ খেলা দলটি জিতেছে ২৪ ম্যাচ। ৭৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাক ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৬। ৩২ম্যাচ খেলা দলটিও জিতেছে ২৪ ম্যাচ।
রাতের ম্যাচে চেলসি কোনো প্রতিরোধই গড়তে পারেনি। ব্যর্থতার বৃত্তে বন্দী দলটি প্রথমার্ধেই তিন গোল হজম করে বসে। দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ালেও হার এড়াতে পারেনি।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে চেলসি। ১৮তম মিনিটেই ওডেগোরের গোলে ১-০ ব্যবধানে লিড নেয় আর্সেনাল। পিছিয়ে পড়া চেলসিকে কোনো সুযোগ না দিয়েই মিনিট তেরোর পরই ওডেগোর জোড়া গোল পূর্ণ করেন। ৩১তম মিনিটেই আর্সেনাল তাই এগিয়ে যায় ২-০ গোলে।
পিছিয়ে পড়া আর্সেনাল নিজেদের গুছানোর আগেই গ্যাব্রিয়েল জেসুস ব্যবধান আরো বাড়িয়ে নেন। মিনিট তিনেকের মধ্যেই দলকে ৩-০ গোলে এগিয়ে দেন তিনি। ম্যাচের ৩৪তম মিনিটেই তাই আর্সেনালের জয় অনেকটা নিশ্চিত হয় যায়। প্রথমার্ধের বাকীটা সময় কোনোগোল শোধ দিতে পারেনি চেলসি। পিছিয়ে থেকে বিরতিতে যায়।
বিরতিরপর চেলসি কিছুটা প্রতিরোধ গড়ে। নিজেদের রক্ষণের দূর্বলতা কাটিয়ে উঠে। রক্ষণ সামলে দলটি আক্রমণে বেশ যেতে পারেনি। ৬৫তম মিনিটে ননী মাডুকার গোলে ব্যবধান ৩-১ করে দলটি। ম্যাচর বাকীটা সময় আর গোলের দেখা পায়নি দুই দলের কেউই। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টেবিল টপাররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০