স্পোর্টস ডেস্কঃ ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ যৌথভাবে হবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে। আর ২০৩২ সালের আসর বসবে ইতালি ও তুরস্কে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ১৮ ও ১৯তম আসরের স্বাগতিক চূড়ান্ত করেছে উয়েফা।
গত সপ্তাহে ২০৩২ সালের আসর আয়োজনের জন্য ইতালির সঙ্গে মিলে তুরস্ক যৌথভাবে প্রস্তাব দেয়। সেই সঙ্গে ২০২৮ সালের টুর্নামেন্ট আয়োজনের দৌড় থেকে তারা সরে দাঁড়ায়, আর তাতেই এই দুই আসরের স্বাগতিক দেশ একরকম চূড়ান্ত হয়ে যায়।
জানা গেছে, ২০২৮ সালের ইউরোতে ম্যাচগুলো ১০টি আলাদা আলাদা স্টেডিয়ামে হবে। যার মধ্যে রয়েছে গ্লাসগোর হ্যাম্পডেন পার্ক, ডাবলিনের আভিভা এরিনা, বেলফার্স্টের কেসমেন্ট পার্ক এবং এভারটনের ব্র্যামলি মুর ডক স্টেডিয়াম। ২০৩২ সালের আয়োজক হিসেবে প্রথমে আলাদা আলাদ বিড দিয়েছিল ইতালি-তুরস্ক। তারপর দুপক্ষ মিলে একত্রে বিড দেওয়ার ভাবনায় আসে। এরপরেই একসঙ্গে বিড দিয়ে সফল হয় দুই দেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post