স্পোর্টস ডেস্কঃ ‘ইসলাম মেনে জীবনযাপন’ করতে মাত্র ১৮ বছর বয়সেই ক্রিকেট থেকে অবসর নিলেন আয়েশা নাসিম। পাকিস্তান দলের জার্সিতে ২০২১ সালের জুনে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক অভিষেক হয় তাঁর। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে চারটি ওয়ানডে খেলেছেন তিনি।
নিজের অবসরের কথা ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়েছেন আয়েশা। তিনি জানিয়েছেন, ‘আমি ক্রিকেট ছেড়ে দিচ্ছি এবং ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে চাই।’ অবসরের আগে তিনি ৪টি ওয়ানডে এবং ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।
৩৪ ম্যাচের ক্যারিয়ারে আয়েশা সবমিলিয়ে করেছেন ৪০২ রান। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন আয়েশা। ম্যাচটিতে তিনটি ছক্কা ও এক চারে ২০ বলে ২৪ রান করেছিলেন। তাঁর অবসর প্রসঙ্গে পিসিবির নারী ক্রিকেটের প্রধান তানিয়া মল্লিক বলেছেন, ‘আমরা আয়েশা নাসিমের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই, কারণ পিসিবি ব্যক্তিগত কারণে খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা বোঝে এবং সম্মান করে।’
ওয়ানডেতে আয়েশা মাত্র ৩৩ রান করেছেন। তবে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৮টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। লম্বা ছক্কা হাঁকানোর জন্য বিখ্যাত হয়ে উঠেছিলেন এই ব্যাটার। ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দু’টি দীর্ঘতম ছক্কা মেরে সকলের নজর কেড়েছিলেন আয়েশা। ভারতের বিপক্ষে ম্যাচে তিনি মেরেছিলেন ৮১ মিটার লম্বা ছক্কা। এটি ছিল টুর্নামেন্টের দীর্ঘতম ছয়। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও ৭৯ মিটার লম্বা ছক্কা মেরেছিলেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০