১৯৯২ বিশ্বকাপের ক্ষত মুছে ফেলার সুযোগ নিউজিল্যান্ডের

0
74

স্পোর্টস ডেস্কঃ গ্রুপ পর্বে অনেক নাটকীয়তার পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। বুধবার প্রথম সেমিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় বাবর আজমের দল। শেষ চারের লড়াইয়ে তাদের অনুপ্রেরণা ১৯৯২ আসর।

ইমরান খানের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ১৯৯২ বিশ্বকাপ জিতেছিলো পাকিস্তান। সে আসরের মত আবারো সামনে একই চিত্র, এবারো সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি এশিয়ার জায়ান্টরা। তবে এবার ৩০ বছর আগের ক্ষত মুছে ফেলার সুযোগ কেন উইলিয়ামসনদের।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তান-নিউজিল্যান্ড এর আগে ২৮টি ম্যাচে মুখোমুখি হয়েছিল। তার মধ্যে ১৭ ম্যাচে পাকিস্তানের জয়। ১১ জয় পায় নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’দল খেলেছে ৬ ম্যাচে। ছয় বারের সাক্ষাতে ৪ বারই জিতেছিল পাকিস্তান। দু’বার জেতে কিউইরা।

তাসমান সাগরপাড়ের দেশ আর এশিয়া পরাশক্তিরা ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে এখন পর্যন্ত তিন বার মুখোমুখি হয়েছে। ইতিহাস বলছে সেখানে একক আধিপত্য বিস্তার করেই জয়লাভ করেছিল পাকিস্তান।

২০১৫ এবং ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। কিন্তু দুর্ভাগ্যবশত ফাইনালে হেরে যায় তারা। ২০২১ সালে প্রথম টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলেছে, সেখানেই আইসিসি ট্রফি জয়ের খরা কাটিয়েছে কিউইরা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারো ফাইনাল খেলে নিউজজিল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। এখন ১৯৯২ বিশ্বকাপের ক্ষত মুছে ফেলার সময় তাদের। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার দুপুর ২টায়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here