স্পোর্টস ডেস্কঃ চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তবে এর মাঝেই বেরিয়েছে আরও এক বৈশ্বিক আসরের সূচি। আবারও ফিরতে যাচ্ছে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৫ সালে যেটি পাকিস্তানে হওয়ার কথা রয়েছে। সবশেষ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয়েছিল, সেই আসরে ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। বাংলাদেশ সেমি-ফাইনাল খেলেছিল। এবার তাই ৮ বছর পর টুর্নামেন্ট ফিরতে যাচ্ছে। ইতিমধ্যেই আসরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশটি। আইসিসির কাছেও নিজেদের প্রস্তাবিত সূচি জানিয়ে দিয়েছে।
আর সেই প্রস্তাবিত সূচি অনুযায়ী ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টের পর্দা উঠতে পারে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি। ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টটি শেষ হতে পারে ৯ মার্চ। সূচি চূড়ান্ত না হলেও, সব মিলিয়ে ২০ দিনেই শেষ হতে পারে টুর্নামেন্ট। আসরকে সামনে রেখে ভেন্যু হিসেবে তিনটি স্টেডিয়ামের নাম প্রস্তাব করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর সেগুলো হলো, করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি।
ইতিমধ্যেই টুর্নামেন্টকে সামনে রেখে স্টেডিয়ামগুলোর সংস্কার কাজ শুরু করে দেওয়া হয়েছে। তবে এখনও চূড়ান্ত নয়, টুর্নামেন্টটি পাকিস্তানে আদৌও হবে কি-না। কারণ, আসর খেলতে পাকিস্তান যাওয়ার ব্যাপারে অনীহা রয়েছে ভারত দলের। রোহিত-কোহলিদের বোর্ড বিসিসিআই নাও যেতে পারে ৮ দলের টুর্নামেন্টটি খেলতে। তবে যেকোনো মূল্যেই ঘরের মাঠে টুর্নামেন্ট আয়োজন করতে চায় পিসিবি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post