স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট দুনিয়ায় লজ্জার বিশ্বরেকর্ড গড়েছেন ইংলিশ পেসার ওলি রবিনসন। কাউন্টি ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান খরচ করার বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। তার ওভার থেকে ৪৩ রান এসেছে লেস্টারশায়ারের ব্যাটার লুইস কিম্বারের মারকুটে ব্যাটিংয়ে। ৩ নো বলে ৯ বলের ওভারটিতে পাঁচটি ছক্কা ছাড়াও তিনটি চার ও একটি সিঙ্গেল রয়েছে।
প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান হজম করা বোলার এখন রবিনসন। লেস্টারশায়ারের ৫৯তম ওভারে এই অঘটন ঘটান লুইস কিম্বার। রবিনসনকে প্রথম বলে ছয় মেরে শুরু করেছিলেন কিম্বার। এরপর নো বলে ছয় মারেন লেস্টারশায়ারের লুইস। এরপর নিয়ম অনুযায়ী দ্বিতীয় বৈধ বলে আসে চার। তৃতীয় বলে ছয়। চতুর্থ বলে আবারও চার। পঞ্চম বল ফের নো বল। তাতে ছয় মারেন লুইস। বৈধ পঞ্চম বলে চার মারেন কিম্বার। ওভারের শেষ বলটিও নো বল করেন রবিনসন। তাতে ছক্কা হাঁকান কিম্বার। আর শেষ বলে সিঙ্গল নিয়ে মোট ৪৩ রান তোলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post