স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর থেকে ছিটকে গেছেন ডেভিড উইলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই ইংলিশ অলরাউন্ডার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে হ্যামিস্ট্রিংয়ে চোট পেয়েছেন। যার ফলে আর খেলা হচ্ছে না তার।
উইলির পরিবর্তে নতুন ক্রিকেটার দলে ভিড়িয়েছে ব্যাঙ্গালোর। তবে কোনো বিদেশি ক্রিকেটার নেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। উইলির পরিবর্তে আরসিবি শিবির নিয়েছে ভারতের কেদার যাদবকে। এই ব্যাটিং অলরাউন্ডার আইপিএলের মাঝপথে এসে দল পেলেন।
এর আগে ২০১৬ ও ২০১৭ মৌসুমে ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন কেদার যাদব। তবে এবারের আসরের আগে নিলামে তিনি দল পাননি। গেল আইপিএলের নিলামেও দল পাননি। আইপিএলের চলমান আসরে ভারতের মারাঠি ভাষায় ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন।
এর মাঝেই ডাক পড়েছে খেলার জন্য। কেদার যাদবকে পেতে ভিত্তিমূল্য ১ কোটি রুপি খরচ করতে হচ্ছে ব্যাঙ্গালোরকে। ২০১০ সাল থেকে আইপিএলে খেলেন কেদার যাদব। এখনও পর্যন্ত আইপিএলে ৯৩টি ম্যাচ খেলেছেন। মূল কাজ ব্যাটিংয়ে রান করেছেন ১১৯৬। পার্ট টাইমার বোলার ও উইকেটরক্ষক হিসেবেও কেদার যাদবের খ্যাতি আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা