স্পোর্টস ডেস্ক:: ইংলিশ তারকা ফুটবলার হ্যারি কেইন বর্ণাঢ্য ক্যারিয়ারে গোলের পর গোল করলেও পাচ্ছেন না শিরোপা দেখা। জাতীয় দল ও ক্লাব মিলিয়া ৫৮৪ ম্যাচ খেলেছে ৩৫৪টি গোল করেছেন। বারবার শিরোপার কাছে গিয়েও শিরোপা জেতা হচ্ছে না।
তাই শেষ পর্যন্ত ক্লাব বদল করতে যাচ্ছেন কেইন। এক হাজার ২০৭ কোটি টাকায় টটেনহ্যাম থেকে বায়ার্ন মিউনিখে নাম লেখাতে যাচ্ছেন তিনি। দুই ক্লাবই সমঝোেতায় পৌঁছেছে। টটেনহ্যাম ও বায়ার্নের চুক্তিতে তাই ক্লাব বদলের সুযোগ পাচ্ছেন ইংলিশ ফুটবলের এই বড় তারকা।
দলবদল বিষয়ক ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ১০০ মিলিয়ন ইউরোতে টটেনহ্যাম থেকে বায়ার্নে যাচ্ছেন কেইন। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় এক হাজার ২০৭ কোটি টাকা।
বায়ার্নও খুব করেই চাইছে কেইনকে। কেননা রবার্ট লেভানডফস্কি বার্সেলোনায় যাওয়ার থেকেই স্ট্রাইকার খরায় ভুগছে দলটি। হ্যারি কেইনকে দিয়ে সেই অপূর্ণতা ঘুঁচাতে চাইছে ক্লাবটি।
২০১০-১১ মৌসুম থেকে টটেনহ্যাম খেলা কেইন বারবার শিরোপা বঞ্চিত হয়েছে। ২০১৩-১৪ মৌসুম থেকে লিগে প্রতিবারই ২০টির বেশি গোল করছেন তিনি। ২০১৪-১৫ মৌসুমে কারাবো কাপের ফাইনালে উঠেছিল স্পার্সরা। কিন্তু চেলসির কাছে ২-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়েন কেইনরা। জেতা হয়নি শিরোপা। টটেনহ্যাম কারাবো কাপের ফাইনালে উঠেছিল ২০২০-২১ মৌসুমে। আবারো ট্রফি ছাড়াই মাঠ ছাড়তে হয় ইংলিশ তারকাকে। শিরোপা উঠে ম্যানচেস্টার সিটি হাতে।
২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুযোগ ছিলো। স্বপ্নের এক যাত্রায় ফাইনালে লিভারপুলের কাছে হারে কেইনের দল। বার বার শিরোপা বঞ্চিত হওয়া তারকা এবার ক্লাব বদল করছেন। বায়ার্নের জার্সিতে দেখা যাবে নতুন মৌসুমে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০