১-০ গোলের এক হারের পরপরই চাকরি শেষ চেলসি কোচের

0
60

স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স লিগে ডায়নামোর কাছে হারের মাত্রই কয়েক ঘন্টা হয়েছে। এরই মধ্যে চেলসি কোচ টমাস টুখেলকে চাকরিচ্যুত করলো। জায়নামো জাগরেবের কাছে হারের পরপরই চেলসির কর্মকর্তারা কোচকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েন।

বুধবার এক বিবৃতিতে কোচ টমাস টুখেলকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন চেলসি। দেড় বছরের কিছু বেশি সময় পরই টমাস টুখেল চেলসির চাকরি হারালেন। পিএসজি ও বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক এই কোচ ২০ মাস পূর্বে চেলসির দায়িত্ব নিয়ে ছিলেন।

চ্যাাম্পিয়ন্স লিগে গত রাতে ডায়নামো জাগরেবের বিপক্ষে হেরে যায় চেলসি। যদিও হারের ব্যবধানটা বেশ বড় নয়। মাত্র ১-০ গোলে হেরেছিলো ক্লাবটি। কিন্তুু ক্লাব কর্মকর্তারা এই হারের জন্যই কোচকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

চেলসির বর্তমান মালিক টড বোয়েলিই টমাস টুখেলকে বরখাস্ত করেন। আপাতত ক্লাবটির কোচের দায়িত্ব চালিয়ে যাবেন কোচিং স্টাফে থাকা অন্য সদস্যরা। দ্রুতই নতুন কোচ নিয়োগ দেবে চ্যাম্পিয়ন্স লিগের ক্লাবটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here