স্পোর্টস ডেস্কঃ ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হারে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল ইংল্যান্ড। সেই ধাক্কাকে পেছনে ফেলে ইংলিশ ক্রিকেট এখন বিশ্ব সেরা। পরের আসরে (২০১৯) শিরোপা জেতে তারা।অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে হারের পর সেই ম্যাচের হাইলাইটস কতবার দেখেছেন ইয়ন মরগান? চলতি বিশ্বকাপে ধারাভাষ্য দিতে আসা সাবেক ইংলিশ অধিনায়ককে এমন প্রশ্ন করা হয়েছিল।
জবাবে মরগান বললেন, ‘আমি কখনোই হাইলাইটস দেখিনি। কিন্তু সবসময়ই প্রসঙ্গটি উঠে আসে। বিশেষ করে, নাসের হুসেইন (সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও ধারাভাষ্যকার) সবসময়ই এটি মনে করিয়ে দেয়। নিজেকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন তাই পড়ে না আমার! তবে হ্যাঁ, ওরা কঠিন প্রতিপক্ষ। ওদের সঙ্গে খেলা সহজ নয়।’
মরগান সেই সময় আর বর্তমানের পার্থক্য দেখিয়ে বলেন, ‘২০১৫ সালে সম্ভবত ওদের পেস বোলিংয়ে অভিজ্ঞতা একটু বেশি ছিল। এবার তা নেই, তবে প্রতিভা দিয়ে অভিজ্ঞতার ঘাটতি পুষিয়ে দেওয়া যায়। ওরা ভালো দল। অ্যাডিলেইডে ওই ম্যাচে ওরা আমাদের চেয়ে ভালো দল ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০