স্পোর্টস ডেস্ক: চলতি বছর আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজ হায়দ্রাবাদ। আগামি বছর অনুষ্টিত আইপিএলের শুরুটাও হবে হায়দ্রাবাদে, শেষটাও হবে হায়দ্রাবাদে। অর্থাৎ ২০১৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধন হবে হায়দ্রাবাদে, ফাইনালের মধ্য দিয়ে শেষও হবে হায়দ্রাবাদে।
আগামি বছরের ৫ এপ্রিল থেকে, ২১ মে হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি আসরটির ফাইনাল। আর উদ্বোধনী ও ফাইনাল দুটি ম্যাচই আয়োজন করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ।
বিসিসিআইয়ের এক নির্ভরযোগ্য কর্মকর্তা এমনটিই জানিয়েছেন। তবে তিনি জানান ভারতীয় লোধা কমিশন ব্যাপারটি নিশ্চিত করবে।
যদি এমন সিদ্ধান্ত নিশ্চিত হয়েই যায়, তবে অস্ট্রেলিয়ার ভারত সিরিজের ক’দিন পরই শুরু হবে আইপিএল। আর ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির ১০ দিন আগে টুর্নামেন্টটি শেষ হবে।
আগামী মাসেই বসতে চলেছে আইপিএল নিলামের আসর। দশম আইপিএল-এ ক্রিকেটার নিলামের আসর এবার বসতে চলেছে বেঙ্গালুরুতে। আইপিএল ফ্র্যাঞ্চাইজির ওয়ার্কশপ হবে দুবাইতে। দিল্লিতে গভর্নিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০