স্পোর্টস ডেস্ক: গত ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে আম্পায়ার আলিমদার ও ইয়ান গোল্ডের বির্তকিত সিদ্ধান্তের কারণে ভারতের কাছে অপ্রত্যাশিত ভাবে হারতে হয়ে ছিলো টাইগারদেরকে।
এরপর থেকেই ওয়ানডে ক্রিকেটে উন্নতির দিকে বাংলাদেশ। এবার তাই সাকিব আল হাসান জানালেন আগামি ওয়ানডে বিশ্বকাপে শিরোপার জন্যই খেলবে টাইগাররা।
সাকিব আল হাসান জানালেন, সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগেই সন্তুষ্ট নন তারা, বরং বিশ্বকাপ জয়ের জন্যই লড়াই করবে দলটি।
সাকিব আল হাসান বিষয়টা আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাখ্যা করে বলেন, ‘এখন আমাদের ফর্ম বেশ ভাল। বড় কিছু করতে হলে এখান থেকে আমাদের উন্নতি করতে হবে, আর সেটা খুব বেশি দূরে নয়। ২০১৫ সালে আমরা ভাল একটা বিশ্বকাপ খেলেছি। এই চার বছর যারা দলে খেলছি তাদের অধিকাংশই ২০১৯ সালের বিশ্বকাপ খেলবে। তখন আমাদের দলটা দারুণ হবে। আমার বিশ্বাস, তখন আমরা শিরোপার জন্যই খেলবো।’