স্পোর্টস ডেস্কঃ ৩৬ বছর বয়সে এসেও সময়টা বেশ ভালো যাচ্ছে লুকা মদ্রিচের। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের অন্যতম সেরা তারকা তিনি। বড় ম্যাচ দেখলেই জ্বলে উঠছেন। অভিজ্ঞতা দিয়ে দলে রাখছেন অবদান। সঙ্গে নিজেকে ইনজুরিমুক্ত রেখে ফিট হয়ে খেলে যাচ্ছেন দারুণভাবে।
সদ্য শেষ হওয়া মৌসুমেও ছিলেন দুর্দান্ত। দলকে লা লিগা শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে রেখেছেন দারুণ ভূমিকা। বয়সকে পাত্তা নিয়ে একের পর এক শিরোপা জিতে চলেছেন, পারফর্ম করে যাচ্ছেন, সেটার মূল্যায়ন কি পাবেন না? সেই মূল্যায়ন পেয়েছেন ক্রোয়াট তারকা।
রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করেছেন মদ্রিচ। এই তারকার সাথে আরও এক বছরের জন্য চুক্তি বাড়িয়ে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। অনেকটা স্বাভাবিকভাবেই এই চুক্তি বেড়েছে। যদিও চলতি মৌসুম শেষ হওয়ার আগে খানিকটা শঙ্কা জেগেছিল এর আগে। কেননা মৌসুম শেষেই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তবে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বার বার মদ্রিচের অবদানকে স্মরণ করে এখানেই তার ক্যারিয়ার শেষের কথা বলেছেন।
এবার এই চুক্তি, সেটিরই বহিঃপ্রকাশ দেখালো। ২০২৩ সাল পর্যন্ত এখন ক্লাবটিতে থাকছেন মদ্রিচ। ২০১২ সালে টটেনহ্যাম থেকে রিয়াল শিবিরে যোগ দিয়ে নিজের নামের সুবিচার করেছেন মদ্রিচ বেশ ভালোভাবেই।
এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৫ চ্যাম্পিয়ন্স লিগ ও ৩ লা লিগাসহ আরও অনেক ট্রফি দিয়েছেন। ব্যক্তিগতভাবে ২০১৮ সালে ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অরের স্বাদ পেয়েছেন। অবশ্য সেবার রাশিয়া বিশ্বকাপে নিজ দেশ ক্রোয়েশিয়াকে ফাইনালে তোলাই ছিল বড় অবদান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা