স্পোর্টস ডেস্কঃ ভিক্টর ওসিমেন নাপোলির সাথে চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত ইতালিয়ান চ্যাম্পিয়নদের সাথেই থাকছেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড। নতুন চুক্তিতে তার বেতন আগের চেয়ে দ্বিগুণ হয়েছে বলে ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর।
গত মৌসুমে ওসিমেন লিগে ২৬ গোল করেন। ২০২০ সালে লিল থেকে ৭০ মিলিয়ন ইউরোতে নাপোলিতে যোগ দেওয়ার পর দলটির হয়ে এ পর্যন্ত ১১৮ ম্যাচে ৬৭ গোল করেছেন। আজ নাপোলির সভাপতি আউরেলিও দে লাউরেন্তিস সামাজিক মাধ্যম এক্স-এ ওসিমেনের চুক্তিতে সই করার এবং হ্যান্ডশেকের ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন একটি শব্দ “ডান (চুক্তি সম্পন্ন)”।
চুক্তির বিস্তারিত সম্পর্কে নাপোলি কিছু প্রকাশ করেনি। কিন্তু ইতালিয়ান গণমাধ্যমে রিপোর্ট অনুযায়ী জানা গেছে ১৩০ মিলিয়ন ইউরোতে ওসিমেনের চুক্তি নবায়ন হয়েছে। ক্লাবটিতে তাঁর পুরনো চুক্তি শেষ হতো ২০২৫ সালে। নতুন চুক্তিতে তার বেতন আগের চেয়ে দ্বিগুণ হয়েছে বলে ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post