স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপ মিশনে নামছে আর্জেন্টিনা। আগামীকাল কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামছে তারা। শুক্রবার ভোর ৬টায় তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। এর আগে ভোর ৪টায় প্যারাগুয়ে খেলবে পেরুর বিপক্ষে। ভোর ৫টায় কলম্বিয়ার ম্যাচ ভেনেজুয়েলার বিপক্ষে।
২০২৬ বিশ্বকাপ ৪৮ দল নিয়ে হবে। তাই কনমেবল অঞ্চল থেকে এবার শীর্ষ ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে। সপ্তম দল প্লে-অফে খেলার সুযোগ পাবে। তাই ১০ দলের মধ্যে ৭ দলেরই সুযোগ থাকছে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার। আগামী বিশ্বকাপের স্বাগতিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
আর্জেন্টিনা-ইকুয়েডর মুখোমুখি লড়াইয়ের শেষ ২০ ম্যাচের ১১ টিতেই জয় নিয়ে ফিরেছে লিওনেল মেসিদের। ইকুয়েডর জয় পেয়েছে ৩ ম্যাচে। আর বাকি ৬ ম্যাচ শেষ হয়েছে ড্র’তে। গত বছর কাতার বিশ্বকাপের বাছাইপর্বেই শেষবার মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচ ১-১ গোলে ড্র করে স্বাগতিক ইকুয়েডর।
সবশেষ গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের সেই হারের পর টানা ১০ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। আরেকটি বিশ্বকাপের আগে ফর্ম দারুণ কিছুর স্বপ্নই দেখাচ্ছে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আকাশি-সাদাদের। তবে বাছাইপর্বের এই ম্যাচে পূর্ণ শক্তির দল পাচ্ছে না তারা। ইনজুরির কারণে নেই পাওলো দিবালা ও এমিলিয়ানো বুয়েন্দিয়া।