২০২৭ পর্যন্ত ইউনাইটেডে থাকতে পেরে আনন্দিত লুক শ

0
74

স্পোর্টস ডেস্কঃ ২০২৭ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন ইংলিশ ডিফেন্ডার লুক শ। প্রিমিয়ার লিগের দলটিতে ২০১৪ থেকে আছেন তিনি। নতুন চুক্তিতে আরো ৪ বছর ইউনাইটেডে থাকতে পেরে খুশি শ।

এক সাক্ষাৎকারে শ বলেন, ‘৯ বছর আগে আমি একটি দুর্দান্ত ক্লাবের হয়ে স্বাক্ষর করেছিলাম। এখানে আরো কিছুদিন থাকতে পেরে আমি দারুন আনন্দিত। ম্যানচেস্টারে আসার পর থেকে বিশেষভাবে নিজেকে গড়ে তোলার সুযোগ পেয়েছি। সেটা একজন খেলোয়াড় হিসেবে তো বটেই একজন ব্যক্তি হিসেবেও আমি এখন অনেক বেশি পরিণত।’

ম্যান ইউ কোচ এরিক টেন হাগের অধীনে আরো ভালো কিছু করতে চান শ। তিনি বলেন, ‘আমি জানি এই ধরনের একটি ক্লাবের সফল হতে হলে এটা খুব বেশি প্রয়োজন। এরিক টেন হাগ ও তার কোচিং স্টাফের অধীনে আমরা যাত্রা শুরু করেছি। ইতোমধ্যেই এই মৌসুমে আমরা সফল হয়েছি। কিন্তু আমরা আরো সাফল্য চাই। এখানে থাকলে আরো কিছু অর্জনের সুযোগ রয়েছে।’

২০১৪ সালে সাউথ্যাম্পটন থেকে ইউনাইটেডে যোগ দেন শ। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে দুটি লিগ কাপ ও একটি ইউরোপা লিগ জিতেছেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here