স্পোর্টস ডেস্কঃ নারীদের ২০২৭ ফুটবল বিশ্বকাপের আয়োজক চূড়ান্ত করেছে ফিফা। ভোটাভুটিতে নিশ্চিত হওয়া এই আয়োজক দেশ হয়েছে ব্রাজিল। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুক্রবার ফিফা কংগ্রেসে উন্মুক্ত ভোটাভুটির পর ব্রাজিলকে স্বাগতিক দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে।
ব্রাজিলের পাশাপাশি আয়োজক হওয়ার দৌড়ে ছিল যৌথভাবে ইউরোপের তিন দেশ বেলজিয়াম, জার্মানি ও নেদারল্যান্ডস। তবে উন্মুক্ত ভোটাভুটিতে ১১৯-৭৮ ব্যবধানে তাদের হারিয়ে আয়োজকের স্বত্ত্ব পায় ব্রাজিল। আর এর মধ্য দিয়ে এবারই প্রথম লাতিন আমেরিকার কোনো দেশে আয়োজিত হবে নারীদের ফুটবল বিশ্বকাপ।
নারীদের এই ফুটবল বিশ্বকাপটি হবে দশম আসর। আর সেই আসরকে ইতিহাসের সেরা করার আশা প্রকাশ করা হয়েছে ফিফার কংগ্রেসে। এর আগে ১৯৫০ ও ২০১৪ সালে ছেলেদের বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে ব্রাজিলের। সেই অভিজ্ঞতাই কাজে লাগাবে দেশটি।
এই নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ব্রাজিলে আমাদের ইতিহাসের সেরা বিশ্বকাপ হবে। বিএনজি’র (বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং জার্মানি) বিডকেও অনেক ধন্যবাদ, তারা অসাধারণ।’
এদিকে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি রদ্রিগেস বলেন, ‘আমরা জানতাম, দক্ষিণ আমেরিকার নারী ফুটবল এবং নারীদের জন্য বিজয় উদযাপন করব। আপনারা সবাই নিশ্চিত থাকতে পারেন, কোনো ধরনের অপূর্ণতা ছাড়াই আমরা নারীদের জন্য সেরা বিশ্বকাপটি সম্পন্ন করবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post