স্পোর্টস ডেস্কঃ আইসিসির এফটিপি সূচি অনুযায়ী ২০২৭ সালে হবে ওয়ানডে বিশ্বকাপ। আর সেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে যৌথভাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে। তিন দেশের যৌথ আয়োজনে বিশ্বকাপ হলেও, বেশিরভাগ ও মূল ম্যাচগুলো হবে দক্ষিণ আফ্রিকাতেই।
আর সেজন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিশ্বকাপের তিন বছর বাকি থাকলেও, চূড়ান্ত হয়ে গেছে ভেন্যু। নিজেদের ঘরের মাঠে ৮ ভেন্যুতে বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। চূড়ান্ত হয়ে গেছে সেই সব ভেন্যু। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক, কেপটাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড, গেবেরার সেন্ট জর্জে’স পার্ক,ব্লুমফন্টেইনের মাউনগাং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক ও ইস্ট লন্ডনের বাফেলো পার্কে হবে টুর্নামেন্ট।
অতীতেও এসব স্টেডিয়ামে হয়েছিল খেলা। তবে বিশ্বকাপ আয়োজনে জায়গা পায়নি বেনোনি, পচেফস্ট্রুম ও কিম্বার্লির মাঠ। মূলত সুযোগ-সুবিধায় এগিয়ে থাকার পাশাপাশি ভেন্যু থেকে হোটেল, বিমানবন্দর কতটুকু কাছে এসবও বিবেচনায় রেখে স্টেডিয়াম নির্ধারিত করা হয়েছে।
Discussion about this post