স্পোর্টস ডেস্কঃ আবারো উয়েফার সভাপতি নির্বাচিত হয়েছেন আলেক্সান্দার সেফেরিন। টানা তৃতীয় মেয়াদে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের দায়িত্ব পালন করবেন স্লোভেনিয়ান এই আইনজীবী। আগামী চার বছর মেয়াদে অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।
ফরাসি তারকা মিচেল প্লাতিনির পদ হারানোর পর ২০১৬ সালে প্রথমবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন সেভেরিন। এরপর থেকে তিনি এই দায়িত্ব পালন করে আসছেন। সবশেষ ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতির পদে বসেন তিনি। এবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চার বছরের জন্য উয়েফার প্রেসিডেন্ট হলেন সেফেরিন।
২০২১ সালের এপ্রিলে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন সেফেরিন। সে বছর ইউরোপের ১২টি ক্লাব উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইউরোপিয়ান সুপার লিগের ঘোষণা দিয়েছিল। তবে ভক্ত-সমর্থক থেকে শুরু করে ফুটবল সংস্থাগুলোর প্রবল চাপ এবং সাবেক-বর্তমান ফুটবলারদের তীব্র সমালোচনার মুখে ৪৮ ঘণ্টার মধ্যে সে পরিকল্পনা ভেস্তে যায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০