স্পোর্টস ডেস্কঃ ফরাসী সংবাদমাধ্যমে গুঞ্জন চলছিল, এই গ্রীষ্মেই নেইমারকে বিক্রি করে দিতে চায় পিএসজি। শুরুর দিকে ক্লাব ছাড়তে না চাইলেও কদিন ধরে এটাও শোনা যাচ্ছিল, এবার নেইমারও রাজি প্যারিস ত্যাগে। তবে দল ছাড়ার গুঞ্জনের মধ্যেই আগামী ২০২৭ সাল পর্যন্ত পিএসজিতে চুক্তি বেড়েছে এই ব্রাজিলিয়ানের।
ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৫ পর্যন্ত। তবে গতকাল (১ জুলাই) তার বর্তমান চুক্তির একটি ধারা সক্রিয় করায় চুক্তির মেয়াদ বেড়ে ২০২৭ পর্যন্ত গিয়ে ঠেকেছে। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, পিএসজির সঙ্গে তার চুক্তির একটি ধারা সক্রিয় করার মাধ্যমে সেটার মেয়াদ বাড়িয়ে নিয়েছেন নেইমার। নতুন ধারা সক্রিয় করার কারণে এখন সেটি দুই বছর বেড়ে হয়েছে ২০২৭ পর্যন্ত।
নেইমারের বাৎসরিক বেতন এখন ৩ কোটি ইউরো। এই বেতনে তাকে নতুন কোনো ক্লাব দলে ভেড়ানো সহজ হবে না। যদিও ম্যানচেস্টার ইউনাইটেড এমনকী চেলসি নেইমারকে কিনতে পারে বলে গুঞ্জন ছিল। গত মৌসুমে সব মিলিয়ে ২৮ ম্যাচ খেলে নেইমার গোলের দেখা পেয়েছেন মাত্র ১৩টি। অধিকাংশ সময় চোট কারণে মাঠের বাইরে ছিলেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০