২০২৮ অলিম্পিকে ফিরেছে ক্রিকেট

0
31

স্পোর্টস ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে অলিম্পিক গেমসে যুক্ত হলো ক্রিকেট ইভেন্ট। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক আয়োজন হবে ক্রিকেট। ১২৮ বছর পর এই ইভেন্ট মাঠে গড়াবে ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকে।

আজ সোমবার (১৬ অক্টোবর) ক্রিকেট ইভেন্ট যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে অলিম্পিক। মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক বৈঠক শেষে ক্রিকেটকে আবারও ফেরানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।অলিম্পিকে এর আগে একবারই ক্রিকেট আয়োজিত হয়েছে। ১৯০০ সালে। অর্থাৎ, ১২৮ বছর পরে আবার ব্যাট-বলের খেলা দেখা যেতে পারে বিশ্বের সব থেকে বড় প্রতিযোগিতায়।

১৯০০ সালের অলিম্পিকে প্রথমে চারটি দেশ নাম দিয়েছিল। গ্রেট ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়াম। কিন্তু পরে নেদারল্যান্ডস ও বেলজিয়াম নাম তুলে নেওয়ায় গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে একটিই খেলা হয়। সেটিই ফাইনাল হিসেবে গণ্য হয়। এবার অবশ্য বিশ্বের নানা প্রান্তের একাধিক দল নিয়েই হবে অলিম্পিকের ক্রিকেট ইভেন্ট।

ক্রিকেট ছাড়াও ফ্ল্যাগ ফুটবল বা রাগবি, স্কোয়াশ, বেসবল এবং ল্যাকরোশকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কথা হয়েছে। অনুমোদনও মিলেছে তাতে। সব ঠিক থাকলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে যুক্ত হবে নতুন এই পাঁচ ইভেন্ট। প্রসঙ্গত, অলিম্পিকের পরবর্তী আসর হবে প্যারিসে, ২০২৪ সালে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here