২০২৮ পর্যন্ত বার্সায় স্টেগেন, রিলিজ ক্লজ ৫০ কোটি ইউরো

0
40

স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনায় নতুন চুক্তি করলেন মার্ক আন্দ্রে টের স্টেগেন। ২০২৮ সালের জুন নাগাদ এই ক্লাবটিতে থাকবেন ৩১ বছর বয়সী গোলরক্ষক। শুক্রবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। জার্মান গোলরক্ষকের রিলিজ ক্লজ রাখা হয়েছে ৫০ কোটি ইউরো।

২০১৪ সালে বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখ থেকে বার্সায় নাম লেখান স্টেগেন। এ নিয়ে ১০ম মৌসুমে কাতালানদের হয়ে খেলছেন এই জার্মান গোলরক্ষক। এই সময়ের মধ্যে কাতালানদের হয়ে তিনি খেলেছেন ৩৭৮টি ম্যাচ। পাঁচটি করে লা লিগা ও কোপা ডেল রে এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ জিতেছেন ১৫টি ট্রফি।

বার্সার হয়ে সব মিলিয়ে ৩৭৯ ম্যাচ খেলেছেন স্টেগেন। কাতালান দলটির ইতিহাসে গোলরক্ষকদের মধ্যে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় চতুর্থ স্থানে আছেন তিনি। কাতালানদের জার্সিতে ২০১৪ সালের সেপ্টেম্বরে তার অভিষেক হয় আপোয়েল নিকোসিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here