স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ১১৯ রানে অলআউট হয়েছে ভারত। দলটির হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন ঋষভ পন্ত। পাকিস্তানের চার পেসার মিলেই নিয়েছেন ৯ উইকেট। ভারতের একজন হয়েছেন রানআউট। নাসিম শাহ ও হারিস রউফ ৩টি করে, মোহাম্মদ আমির ২টি ও শাহিন আফ্রিদি নিয়েছেন ১টি উইকেট।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে প্রথম ওভারে ৮ রান তুলে ভারত। এরপর বৃষ্টির কারণে বেশ কিছু সময় খেলা বন্ধ থাকে। বৃষ্টি থামার পর ব্যাট করতে নেমে পাক পেসারদের তোপের মুখে পরে ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে ভারতের তারকা ব্যাটার নাসিম শাহকে প্যাভিলিয়নে ফেরান কোহলি।
পরের ওভারে রোহিতকে আউট করেন শাহিন আফ্রিদি। দলীয় ১৯ রানে ১২ বলে ১৩ রান করে সাজঘরে ফিরে যান তিনি। এই দুই ওপেনারের বিদায়ের পর অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করে পন্থ। এই দুই ব্যাটারের ব্যাট থেকে আসে ৩৯ রানের জুটি। দলীয় ৫৮ রানে ২০ রান করে আউট হন অক্ষর। তাঁর বিদায়ের পর দ্রুতই আরও দুই উইকেট হারায় ভারত। সূর্যকুমার যাদব ও শিভম দুবে দ্রুত প্যাভিলিয়নে ফিরলে আরও চাপে পড়ে ভারত। দলীয় ৯৬ রানে ৩১ বলে ৪২ রান করে আউট হন পন্থ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯ ওভারে ১১৯ রানে অলআউট হয় ভারত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post