স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬৮ রানের বড় ব্যবধানে হারে উইন্ডিজ। সেই হারের সাথে এবার শাস্তিও পেতে হলো তাদেরকে। স্লো-ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে পুরো দলের।
নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি উইন্ডিজ দল। নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার পিছিয়ে ছিল ক্যারিবিয়ানরা। আইসিসির কোড অব কন্টাক্টের ২.২২ অনুচ্ছেদের নিয়ম অনুযায়ী প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ করে জরিমানার বিধান রয়েছে।
আর সেই কারণেই উইন্ডিজকে এই জরিমানা করা হয়েছে। ম্যাচের অনফিল্ড আম্পায়াররা ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে এই নিয়ে অভিযোগ আনেন। আর সেই অভিযোগের প্রেক্ষিতে শাস্তি প্রদান করেন ম্যাচ রেফারি।
এই শাস্তি মেনে নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। যার ফলে আর আনুষ্ঠানিকভাবে কোনো শুনানির প্রয়োজন পড়েনি। আইসিসি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে বিষয়টি।